এখন চৈত্র মাস--
ফাগুন সরিয়ে, আগুণ বুকে, রোদেলা আভাস!
এখন চৈত্র মাস--
বিষণ্ণ দুপুর, নীরব যেন, একাকীত্বের দীর্ঘশ্বাস!
এখন চৈত্র মাস--
শিকারী তুমি, শিকার আমি, ভাগ্যের পরিহাস।
এখন চৈত্র মাস--
রুক্ষ বাতাস, পাতা খসানো, স্বর্গীয় অভিশাপ।
এখন চৈত্র মাস--
চৈতি পাগল, চাতক মনে, বৃষ্টির অনুতাপ।
এখন চৈত্র মাস--
শিমুল পলাশ প্রেমে, - গোলাপ হোক ইতিহাস!
এখন চৈত্র মাস--
আমের মুকুল আর, - মাছিদের মৌন সহবাস।
এখন চৈত্র মাস--
শক্ত মাটির বুকে, - সবুজ ঘাসের পরবাস।
এখন চৈত্র মাস--
আবির রাঙা, একুশ বসন্ত, রঙীন ক্যানভাস।
এখন চৈত্র মাস--
মানুষ কিন্তু জানে কালবৈশাখী ঝড়ের পূর্বভাস।
এখন চৈত্র মাস--
তবু তোমার পৌষ, - আর আমার সর্বনাশ!
এখন চৈত্র মাস--
তুমি ছোটো গল্প, -- তবুও লিখছি উপন্যাস।