এপাড়ে বস্তা পঁচা মৃত মানুষের ভীড়--
ওপাড়ে মানব শূন্য মায়া বনে মৌ, প্রশান্তির নীড়!
মাঝখানে অভিমানী চপলা যুবতী নদী ঢল ঢল
চলো ঝাঁপ দিয়ে সাঁতরে নিই, মন যে বড় চঞ্চল!
কারো কাছে সঞ্জীবনী, কারো কাছে অমৃত সুধা।
পুরুষ নামে যৌন ব্যাবসায়ী যেন শরীরের ক্ষুধা!
দূরের চাঁদ তো সুন্দর কাছে গেলে নুড়ি কাঁকর!
তুমি পাহাড় হতে গিয়েও হলে এক শক্ত পাথর!
এপাড়ে আমি আর ওপাড়ে তুমি মায়া বনে মৌ
নাটোরের বনলতা - কেন হলেনা বৌ-কথা-কও;
বিষাক্ত নখে নেইলপলিশ দিয়ে ঢাকি অধিবিষ !
মায়া বনে মৌ সেজেছে আজ প্রকাণ্ড জেলিফিশ
এপাড়ে সেই বস্তা পঁচা মৃত মানুষের ভীড়--
ওপাড়ে আজও শূন্য মায়া বনে মৌ, প্রশান্তির নীড়!
মাঝখানে অভিমানী চপলা যুবতী নদী ঢল ঢল
চলো ঝাঁপ দিয়ে সাঁতরে নিই, - মন বড় চঞ্চল!