বাঁকা চাঁদ ভাসে - ঐ জামরুল ফাঁকে,
        তারা থাকে পাহারায়।
  পাড়া সব চুপ - ক্লান্ত চোখে ঘুম!
         আমি একা শয্যায়।
প্রিয় বালিশের তুলো - আজও ভিজে ছিলো!
         রাতটাই শুধু জানে--
ডাইরির যত পাতা - তোমাকেই ঘিরে কথা!
        করবী তোমায় চেনে--
মানুষী তোমার বুকে - লালসা শিকার সুখে!
        আমাকেই খুঁজে নিও--
করবী মানুষের ভীড়ে - অচেনা এক নীড়ে
           শরীর ছুঁয়ে দিও--
  স্বার্থ এ শহরে - বদ্ধ আমি ঘরে!
           তবুও কেন ঘোরে?
মানুষী সুখে আছো - করবী সুখেই থেকো!
          দুর্দিনের জীবন সফরে।
অভিযোগ নয় অনুরোধ - আমার মতো তাকেও,
          ধ্বংস করে দিওনা--
মাছের মতো জলে - ছপাক ছপাক করলেও,
         কিন্তু জীবন চলেনা--