আমি লুণ্ঠিত সমাজতন্ত্রের মারপ্যাঁচে গনতন্ত্রের বুকে দেখেছি ধনতন্ত্রের অদম্য অধিকার!
তারপর এক এক করে রঙিন বইয়ের পাতা উল্টে দেখেছি কবিতার সাথে কবিদের ব্যাভিচার!
এরপর দাম্ভিকের আস্ফোটে আরোও কতবার, না জানি শুনেছি সাম্যের সূর!
আর অনন্ত পথের পথিক হয়ে উন্নয়নের পায়ে পা মিলিয়ে এগিয়ে ফিরেছি বহুদূর!
কিন্তু বিশ্বাস করো আমি কোথাও মানবতন্ত্রের পদচিহ্ন খুঁজে পাইনি!
কাউকে তো নৈরাশ্য, নৈরাজ্যের হাহাকার থেকে মুক্তির দাবীতে প্রতিবাদ জানাতে দেখিনি!
কেউ তো মুঠোভরা জোনাকি লাগা শাশ্বত প্রেম নিবেদন করে বলেনি,
" চল তবে ভালোবাসা দিয়ে গড়ি আমাদের নতুন ভুবন " -- কারো মুখে তো শুনিনি,,,
' বাগিচায় ফোটা সদ্য রক্ত গোলাপটি আসলেই অকালে ঝরে যাওয়া আমার ভারতবাসী, -- আমার সহোদর ভাই!
আসলে আমরা তো পরিবর্তনের নামে বেশকিছুটা তাজা রক্তে সিক্ত মা, মাটি, মানুষ চাই!"
হরদম শুধু মিথ্যে প্রতিবন্ধকতার দাবিতে রাত-বি-রেতে দলে দলে হামবড়া দিয়ে যায় হামাগুড়ি!
রাজপথ থেকে কানাগলি, এমনকি মনের অলিগলি ছুঁয়ে, মনুষ্যত্বে দিয়ে যায় মায়াবী সুড়সুড়ি!
তারপর যা হয়! -- ভিক্ষা, দীক্ষা, নয়তো উচিত শিক্ষায় কেড়ে নেওয় হয় গণতন্ত্রের অধিকার!
যদিও আস্ফালকের চিৎকার জানান দেয় এ রাজ্যে ভোট হয় বারবার!
আচ্ছা ভেবেছো কি কখনো যেখানে মানুষ-ই মানুষ কাটার যন্ত্র!
সেখানে কোথায় গণতন্ত্র ? -- এতো জনগণতন্ত্র নয়! - এতো লাশকাটা গণতন্ত্র!