এখন আর আমাদের দেখা হয় না।
গল্প কথা প্রেম ভালোবাসা কবিতা কিচ্ছু হয় না,
এক আকাশের নীচে আমরা শুধু বেঁচেই আছি!
এক আকাশ দূরত্বের নাম বোধহয় " তুমি "!
তোমার নিকট যুদ্ধ এসে, - কেন যে থেমে যায়?
অভিমানী বৃষ্টি, - শুধুই কী আমার আঙিনায়?
সিলেবাস পাল্টে গেলে তুমি বই বদলে নাও,
মানুষ পাল্টে গেলে কি তুমি মন বদলে নাও?
সে একা বসে - এক রঙীন স্বপ্ন তার দুই চোখে,
সে খঞ্জনা, শত লাঞ্ছনার যন্ত্রণাও বুকে পোষে!
তাল খেজুরের বনে, সে যে বারোমাসি হাওয়া।
আমি খড়কুটো - নিত্য আমারি উড়ে যাওয়া!
মিছিলেও তাই প্রেম হোক, - ভেঙে যাক মোহ!
তুমি সাজো ব্যারিকেট, - আমি হই বিদ্রোহ!
সমুদ্র তোমার থাক, - তোমারি হোক বারি!
মরুভূমি আমি হই, - আমি যে অভ্যাসেই পুড়ি!
পৃথিবী নাহয় তোমার বুকেই লিখে দিলাম নোট,
"ভালো আছি" বলে শুধু এই মিথ্যেবাদী ঠোঁট!
যুদ্ধ শেষে কাতর কণ্ঠে ধ্বংসলীলাও বলে,
সত্যি কী বেঁচে আছে, - কাছে কী আর পাবে?
আমি ভারী লাঞ্ছিত, - এক্কেবারে অবাঞ্ছিত!
হ্যাঁ সত্যিই - ' আজ আমি পরাজিত '!
আগামীতে এক বিজয়ীর অনুতাপ হবো।
প্রেমিকার কপালে রঙীন ছোট্ট এক টিপ হবো!
আমার হাতে যে আজ, - কলম কিংবা কাস্তে,
নিজেকে তৈরী করছি শুধু, আগামীতে বাঁচতে!