" মুক্তি " পাওয়ার জন্য ছটফট করা মানুষটাই,
একদিন দীর্ঘ লড়াইয়ের পর যখন "মুক্তি" পায়।
সে-ও বুঝতে পারে, আসলে "মুক্তি" চাওয়াটাই,
তাঁর যেন জীবন অধ্যায়ের শ্রেষ্ঠ ভুল বোধহয় !
" আমি শুধু তাঁর প্রেমিক হতে পারিনি " বলেই,
এভাবে পেঁচার মতো এই চোখ দুটো রাত জাগে,
' তুই ' কেন্দ্রিক ভাবনায় ' তোকে ' কেন্দ্র করেই,
না আসা যায় কাছে, -- না যাওয়া যায় বহুদূরে!
অধিকার হারিয়ে ফেলেছি বলেই এতো সাধনা।
বিকেলের আলো ছুঁয়ে আমি দেখেছি অনন্যা,
কত যে রূপ! - কত যে মাধুর্য তার পরতে পরতে
সব যেন ওই আবছা আলোর ভীড়ে খুঁজে পাই !
ধীরে ধীরে আগ্রহ ফুরিয়ে গেলে একদিন ঠিকই,
আমিও সবার অলক্ষ্যে শূন্যতায় হারিয়ে যাবো।
জ্বালানি ফুরালে কুপির আগুন নিভে যায়।
নিভে যায় পোড়া চুল্লীর গনগনে আগুনের আঁচ!
তবু কেউ তো কখনও কাছে ডেকে নিরালায়,
বলেনা, - আমি আছি, আমার জন্য তুই বাঁচ।
খাঁচায় বন্দী পাখীর মতোই আজ "তুইও",
মুক্তির জন্য ছটফট করিস! - তাই 'তোকে'ও,
ওই আকাশের সুনীলে 'আমি'ই নিজের হাতে,
অভিমানে একদিন 'উড়িয়ে দিয়েছি ।
"তুই" কী জনিস? - আজ 'তোকে'ই মুক্তি দিয়ে,
এভাবেই আমি বিস্তর মুক্তি পেয়েছি !