কুসুমের ঘুম নেই! - সারা নিশীভর--
সুবাসিত করে রাত, - নেই অবসর।
আমিতো কুসুম নই! - কেনই-বা জেগে--
হেঁটেচলে পথ খুঁজি, - একাকী নিরবে?
পাখিদের ঘুম নেই, - নিশী বয়ে যায়--
গানে গানে মতোয়ারা, - আঁধারের গায়।
আমিতো পাখি নই, - কেনই-বা তবে--
জেগে থাকি সারারাত, - একাকী নিরবে?
তারাদের ঘুম নেই, - আকাশের গায়--
রাতের সঙ্গী হয়ে, - জাগে পাহারায়।
আমিতো তারা নই, - কেনই-বা তবে--
জেগে থাকি সারারাত, - একাকী নিরবে?
আমিতো শিশির নই, - মুক্তমনা হাসি--
মেঘ বালিকার দেশে - কেনই-বা বনবাসী?
আমি যে নিশাচর, - সারারাত জেগে--
স্মৃতিদের ছেঁড়া জল - তবু মহাসুখে।
কেমাকের গাঢ় ধোঁয়া, - বিষাক্ত মানুষ--
কফিনের বন্দী দশা! - জীবিত চাক্ষুষ।
নাটকের শেষ দৃশ্য; - ধুয়েমুছে সাফ--
মানুষ জন্ম আমার, - শ্রেষ্ট অভিশাপ!