ঢলে পড়া দুটি চোখ,
একটা রেপ্টড্ হয়ে যাওয়া রজনী,
চাতকের দেহ মাংসের তৃষ্ণা,
আমার বুকে, তোমার যামিনী কায়া:
তোমাকে পাওয়ার লেলিহান শিখা জ্বলিয়ে দেই।
একটা অকাল ভাদর যৌবনের বুকে চাবুক মারে!
অকস্মাৎ বজ্র বিদ্যুতে এক পশলা বৃষ্টি !!
দামকা হাওয়ার অবসান !!!
উঠোন ভেজা এক নোংড় জল,
পরিবেশের পরিবর্তন নাকি বির্বতন ?
এই কী পৃথিবীর ইতিকথা নাকি অশ্লীলতা ?
আর কত ধর্ষিত হতে হবে ধর্মের চাকায় ?
যেখানে কন্ডোম হাতে, ' ভক্ষক আজ রক্ষক ',
সেখানে রোজ রাতে,.দ্রৌপদীর বস্ত্র-হরণ হই,
যেখানে মন্দিরের আজান আর ঠাকুরের সংকর্ত্তীণ,
আজ দু-টাকার চটি বইয়ে চাপা পড়ে !
সেখানে মানব ধর্মের বিবর্তন কেমন করে সম্ভব!
আমি নাহয় অধম, তুমি তো উত্তম !
' বিড়ালের মাছ বাছা ' একি তোমার মাধ্যম ?
রাত জেগে ঢলে পড়া চোখে,
আজও তোমার বর্বরতা আর আমার কা-পুরুষত্বা,
নিশীর প্রহরে প্রহরে হেঁকে যায় অচল দরিয়ায়,
একটা দমবন্ধ নিশ্বাস, হালকা নিকোটিনের ধোঁয়া,
ইতি টানে গলে যাওয়া একফালি রূপালি কবিতায় ।