সবার অলক্ষ্যে, -- ভাঙন চলছে--
কখনো শব্দে! -- কখনো নিঃশব্দে।
অনবরত বিশ্বাসের পাঁচিলগুলো ভাঙছে!
সন্দেহের বিষমাখা তীরের ফলাতে--
আর কোনো আওয়াজ'ই নেই!
তবুও বিদ্ধ করছে গোপনেই--
অদৃশ্যে সম্পর্কগুলো কেবলই ভাঙছে!
আর কোনো বন্ধনের বন্ধনীতে--
আবদ্ধ থাকতেও রাজি নেই!
খুব একটা ইচ্ছেও নেই!
সম্পর্কের বহুমাত্রিক বিন্যাসের টানাপোড়েনে,
অন্ধ অলিগলির সব মোড়ে--
পৌঁছানোর এক অদম্য বাসনা!
চাইলেও তাঁকে ভোলা যায়না।
সম্পর্কের জটিলতায় ক্রমশঃ সন্ধিতে--
বন্দী করছে সে নিজেকে।
চুপিসারে ঘটছে রক্ত ক্ষরণ।
বুকে তবুও ভাঙন আমরণ!
সবুজ ঘেঁটে ঘাসফড়িং উড়ে--
মাকড়সার জালে যেমন পড়ে !
ছটফট করতে থাকে দিবারাত্রি--
মেলেনা তবুও তাঁর মুক্তি।
নিঃস্পন্দন প্রাণহীন শরীর অবশেষে--
হাঁফ ছেড়ে বাঁচার বদলে--
পরিণতি নেমে আসে শীতঘুমে!
ভাঙন চলছে'ই, - দিনরাত বারো-মাসে!
সবার অলক্ষ্যে, -- ভাঙন চলছে--
কখনো শব্দে! -- কখনো নিঃশব্দে।