প্রিয়তমা আর একটা দিন ,
খুব করে ভালোবেসো আমায়!
কথা দিচ্ছি মৃত্যুর আগে পর্যন্ত,
অশ্রু ফেলে ঋণ শোধ করবো তোমায়!
আর একটি দিন না হয় সখি,
গোপনেই ভালোবেসো খুব করে!
তোমার কথা ছেঁপে রাখবো হৃদয়ে,
অক্ষরবিহীন প্রেম লিপি হরফে!
মোটে তো একটাই দিন প্রিয়া,
না হয় খুব করে বকে দিয়ো।
আর একটি দিন না হয় সখি,
আমায় দেখে খুব করে হেসে নিয়ো,
কেবল একটি দিন আমায় দিয়ো,
তারপর না হয় অধরায় থেকো:
না হয় ভুল বুঝে আপন সুখে আর একটি দিন,
খুব করে ভালোবেসো আমায় আগলে রেখো।
কোনো এক বিকেলে পিছন ফিরে,
একটিবার দেখো প্রিয়া তাকিয়ে:
ইচ্ছে হলে ভেংচি দিয়ো,
মুখ-খানা বেঁকিয়ে ।
তোমার পথে চেয়ে রব প্রিয়,
আরও একটিবার....
ইচ্ছে হলে ছুঁয়ে দিয়ো হাতটি দিয়ে,
অনেক ব্যথার হৃদয় যে সখি আমার।
এইটুকুই তো চাইছে শুধু
এটুকু তো দিতেই পারো বলো?
আমার কত কষ্ট দেখো সখি,
তোমায় ছাড়া এ জীবনটা বড্ড অগোছালো।