বাস্তব জীবনটা কি বিচিত্র তাই না?
জীবনের এতগুলো বছর
কেটে যাওয়ার পরও দেখ অনন্যা,
আবার আমরা দুজন দুজনার মুখোমুখি হয়েছি।
কিন্তু সময় যে কারোর অপেক্ষায় থাকে না,
তাই তো আজ তোর আমার পৃথিবী সম্পূর্ণ আলাদা:
আচ্ছা তোর কি মনে আছে অনন্যা ?
যেদিন তোর সাথে আমার প্রথম দেখা,
স্কুল ক্যাম্পাসের অফিস রুমের সামনে,
সেদিন তুই ভর্তির ফর্ম হাতে
দাঁড়িয়েছিলি ঠিক আমার সামনে,
আর আমিই প্রথম দুষ্টুমি শুরু করেছিলাম,
তোর ব্যাগটা মাটিতে ফেলে,
আর তুই তো স্যারের কাছেও নালিশ করেছিলি।
তারপর যতদিন গড়িয়েছে আমাদের বন্ধুত্বও
অঙ্কুরিত ছোট্ট চারাগাছ থেকে মহীরুহে পরিনত হয়েছে।
কিন্তু কৈশোরে এসে আমার মনের অজান্তে,,,
কখন যে তোকে ভালোবেসে ফেলেছিলাম,
আমি তা নিজেও বুঝতে পারিনি ।
সেদিন মনে হতো ফাগুনী পলাশে
তোকে স্বপ্ন পরির সাঁজে সাজিয়ে,
আমার ভালোবাসার রংটাই বদলে নেবো,
কিন্তু পারিনি জীনটাকে রাঙাতে,
বার বার বাঁধা হয়েছে আমার দূর্বল বিবেক।
তুই কি জানিস অনন্যা ?
স্কুলের শেষ দিনে তুই যখন বললি,
" সুকান্ত সাবধানে, ভালো থাকিস্,
আর পারলে মাঝে মাঝে ফোন করিস্,"
সেদিন আমি আমার ভালোবাসার কথা,
তোকে বলতে গিয়েও বাকরুদ্ধ হয়েছি,
কেন জানিস ?
ভয়ে!!
তোকে হারানোর ভয়ে!
আমাদের অমূল্য বন্ধুত্ব হারাবার ভয়ে !
তোকে হারানোর যন্ত্রণা ভুলতে শুধু,
নীরবে চোখের জল ফেলেছিলাম।
মাঝে মাঝে তুই যখন ফোন করতিস্ ,
আমি তখন তোর থেকে কয়েকশো কিলোমিটার দূরে,
জলপাইগুঁড়ির ইঞ্জিনিয়ারিং কলেজে,
আর তুই বোধহয় সোনামুখী কলেজে তাই না ?
তখন তো আমার মনে হতো বন্ধুত্বের,
গাঢ়তাও যেন বিবর্ণ হয়ে গেছে
ঐ দূরত্ব নামের বস্তুটায়।
সেদিন কত তারিখ ছিলো আমার জানা নেই,
তবে আমার কাছে ওটা ছিল 22 শে শ্রাবণ,
শেষবারের মতো তুই যখন ফোনে জানিয়েছিলি,
আমার সাথে আর বন্ধুত্বটাও রাখতে রাজি নোশ,
আর তোর জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছিস,
তোর অল্প দিনের চেনা মানুষটাকেই,
নামটা না হয় উল্লেখ করলাম না,
সেদিন আমি নিজেকে স্থির রাখতে পারিনি,
পারিনি দুচোখের জলকে থামাতে,
আর আমার বালিশের পাশে রাখা,
ভালোবাসাহীন গোলাপের শুকনো পাঁপড়িগুলো
চোখের জলে সৃষ্ট গঙ্গার স্রোতে
ভেসে গেছে আমার জীবন থেকে,
দূর বহুদূরের অজানা ঠিকানায় ।
জীবনের শেষ মুহূর্তে এসে
তোকে একটা কথা বলতে চাই অনন্যা ,
আজও হয়তো তোকেই ভালোবাসি অনন্যা ।
আজ আবার বহুদিন পর তোর দেখা পেয়ে,
অনেক কিছু বলতে ইচ্ছে করছিল অনন্যা,
কিন্তু কেন জানি আজও বলা হলো না,
আজ তো কিছু হারানোর ভয় ছিলনা,
তবে কেন আজও বলা হলো না,
দুনয়ন ভরে আজ শুধু তোকে দেখলাম ,
কিন্তু একটাও কথাও বলা হলো না,,,
হয়তো আজও তোর কথা বলার ইচ্ছে ছিলনা,
তাইতো আজও নীরবেই মুখ ফেরালাম,
কেনো জানিস ???
এ যে অসমাপ্ত প্রেমের গল্প!
যার অন্তিম পরিণতি আমারও আজানা,