এই ফুল পৃথিবীর বুকে আমরা সবাই মালি--
কেউ রূপালি কেউ আম্রপালি কেউ যে বনমালী!
কেউ দুরন্ত কেউ অনন্ত কেউ-বা হৃদয় মনোহর!
কারও ফন্দি কেউ বন্দী, জীবন যেন খেলাঘর!
যা নয়! - তাই'ই হয়! - তবুও তুমি বর্নময়--
অতি বুদ্ধি হোক শুদ্ধি, - মানুষ তোমার পরিচয়!
মান পাক হুঁশ থাক -- রাম রাবণের ছায়ায়--
কামী মিতা রন্ধ্রে সীতা - নির্ভয়া দ্রৌপদী মায়ায়,
কে কৃষ্ণ? কে সহিষ্ণ? কেইই-বা তুমি সদানন্দ?
যে অলীক! সে মালিক! - অদ্ভুত এক আনন্দ।
তুমি ঈশ্বর, হবে নশ্বর! -- ঘুমন্ত নীল শরীর--
স্মৃতিরা আসে স্বপ্ন ঘাসে, - খোঁজ মায়া পরীর--
এলোকেশী চুল পাহাড়ী ফূল - শুরু প্রেম ডোজ!
কবিতা বোঁঝা আমিত্ব খোঁজা, আমি যে নিখোঁজ!
তবু ফুল পৃথিবীর বুকে আমরা সবাই মালি--
কেউ রূপালি কেউ আম্রপালি কেউ-বা বনমালী!