সত্যিই একদিন আমি খুব করে,
  তোমার হৃদয় গহিন ছুঁয়ে দেখলাম,
    তোমার ওই লালচে সরীসৃপ বুকে,
       আমি তো আজ কোথাও নেই!
আর যতটুকুই-বা রয়েছি -- শুধু সবটাই,
  তোমার যেন ওই খরচের ছেঁড়া পাতায়!
     এখন তো মানুষ মৃত্যুর চেয়ে,
হারানোর ভয়ে যেন আরও বেশি কাঁদে!
    শেষ নিঃশ্বাস অবধি হারানোর ব্যাথা,
     মানুষকে যে বড় বেদনায় কাঁদায়!
         একবার মৃত্যু এলে তো,
      সব গল্পের পরিসমাপ্তি ঘটে।
    আসলে এই রঙীন পৃথিবীটা হচ্ছে,
     এমন এক মায়ায় মোড়া জায়গা,
   যেখানে তোমাকে অপেক্ষা করতে নেই।
     সুখের দেখা তুমি যেখানেই পাবে,
       তুমি কিন্তু ভুল করবে না!
    এক সেকেন্ড দেরিও করবে না।
     খপ করে তুমি ধরে ফেলবে।
  নাহলে সেটা আবার পালিয়ে যাবে।
   এটাই হয়তো নিয়মের এক শিকার,
      মানুষী স্বীকার করে নিতে হয়।