সত্যি বলছি, --
এই যে, - তোমার সঙ্গে আর কোনোদিন,
আমার দেখা, - কিংবা কথা হবে না!
এসব ভেবে--
আমি তো, - কখনোই ভয় পাই না!
ভয় তো আমার তখন হয়,
এরপর থেকে যখন তোমাকে,
আর কিছুতেই ভুলতে পারবো না!
দিনে-রাতে, উঠতে-বসতে, শয়নে-স্বপনে,
শুধু তুমি, -- আর তোমার স্মৃতির পশরা!
সব বৃষ্টির মত ঝরে পড়বে সিক্ত চোখের ভাঁজে,
ওষ্ঠ চিবুক বেয়ে নিমিত্তেই কঁচুপাতার ন্যায়,
গড়িয়ে পড়বে, -- দুপায়ের ওই ফাঁকে।
ভয় তো আমার তখন হয়!
দ্রোহী, বিদ্রোহী, বীরাঙ্গনার ভাষা যদি,
এক পথে আস্ত একটা নদী যদি হয়ে যায়।
ভেঁপুর শব্দে তুমি আবার যদি মাতাল হও!
তাই ভয় হয় -- ভয় তো আমিও পাই ---