"বাস্তবতা"
       কলমে- শোভন অধিকারী


চারিদিকে হাহাকার ছুটছে সবাই,
কারো হাতে নেই কোনো সময়।
স্বার্থসিদ্ধিতে মগ্ন সব, মুখে হাসি
পিছনে অভিনয়।
দুর্গম পথ ,রাজ্য জয়ের পথে চলেছি একা।
মুহূর্তে আপন করে পর মুহূর্তে করেছে পর তারা।
যারা একসময় হৃদয়ে থাকত,
তারা আজ আর নেই।
হৃদয়ে জমে আছে শুধু পুরোনো স্মৃতি আর অশেষ ব্যথা।
জেগে আমি,জেগে তুই, জেগে আছে সময়।
নিশাচর হয়ে গেছি ,
নিরুদ্দেশের পথে চলেছি একা।
সীমাহীন পথ, অজানা সাথি,
তবুও কেন জানি না,
তোর হৃদয়ে হৃদয় রেখেছি,
তোর চোখেতে চোখ
দূরত্ব বজায় থাকুক আর বিরহে ভালোবাসার জন্ম হোক।
তুই তো সম্বল আমার,
তাই তো স্বপ্নে করি রাজ্য জয়।
বাস্তব বড়োই কঠিন এই সুন্দর স্বপ্ন একদিন ভেঙে যাবে, এই আমার চিরভয়।
তুই যেন স্নিগ্ধ কোমল,
তোর হাসিতে ভাসে সমুদ্রের দীগন্ত নীল জল।
ও নীলপরি তোর ওই চঞ্চল নয়ন,
তোর চকিত চমকে হিয়ার পরশে,
লেগেছে মোর মনে দোল।
তুই আমার স্বপ্নে আসা সেই নীলদিগন্ত পরি।
করেছিস আমায় তন্দ্রাচ্ছন্ন, তুই লাবন্য,
তুই ধন্য, তুই ধন্য, তুই ধন্য।
পরিশেষে এগিয়ে যাবে সময়,
হারিয়ে যাবে সব সময়ের স্রোতে,
ভুলে যেতে হবে,ভুলতে চেয়েও ভোলা যায় না
যে কাওকে, এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে
সবই অভিনয়।
যা চিরদিন এইভাবেই চলতে থাকবে।