"প্রেমে জীবনের পরিবর্তন"
কলমে:~ শোভন অধিকারী


প্রিয়তমা মনে পড়ে তোমার সেই দিনটার কথা,
যে দিন তুমি ছিলে, আমি ছিলাম।
ছিল আমাদের জমানো সমস্ত স্মৃতিরা।
হন্যে হয়ে ছুটে গেছি তোমার কাছে,
প্রেমের নেশায় মেতেছি,
প্রতিনিয়ত রাতের পর রাত জেগে,
জীবন্ত করে তুলতাম আমাদের বিবর্ন
সেই প্রেম গুলো।
প্রেমে কত রাত কেঁদেছি,
তোমার দেওয়া প্রথম গোলাপ টা আজও যত্ন করে রেখেছি।
ফ্রেমে বন্দি পুরনো সব স্মৃতিতে তোমাকে নতুন করে খুঁজেছি।
হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো তুমি চলে গেলে আমায় ছেড়ে বহুদূরে।
এলোমেলো জীবনটা আজ কাটছে একলা ঘরে।
যখন শূণ্যতা জীবন জুড়ে,
একাকীত্বে চাই তোমাকে ফিরে পেতে।
সময়ের পরিবর্তনে সব কিছু হারিয়ে আজ
নিঃস্ব আমি।
ভুলে যায় কী করে?সব স্বপ্ন ছিল আমার তোমাকে ঘিরে।
তোমার দেওয়া বিষ যন্ত্রণা,
ভুলিয়ে দিলো জ্ঞান আরাধনা।
মনে অনন্ত জ্ঞান পিপাসা,
এই নতুন প্রেম যে বাঁচার আশা,
আজ জীবন গেছে বদলে,
গড়েছি নিজেকে জ্ঞানের আলো দিয়ে,
এখন শুধুই মনে একটা প্রশ্ন দেয় উঁকি,
তোমার প্রেমের যোগ্য কী ছিলাম আমি?
তুমি আর আসবে না ফিরে কোনোদিন,
আজও অন্ধকার ঘরে অশ্র ঝরায় রাত দিন।
প্রতিদিন ভেবেছি তোমার কথা,
জীবনে আজ হৃদয় ভঙ্গের ব্যথা।
পুরোনো দিনের স্মৃতিতে আমি আজও
ভ্রমন করি, সেখানে তুমি রাঙিয়ে দাও,
আমার জীবন যা আজ বেরঙিন।