অ- বেলার শেষে
     ধীমান দাস


অন্ধকার জঠোরে নৌকা দিশাহীন পথিক
শিশুটির হাতে ভ্রূণ জন্ম নেয় খড়িমাটির
অ - আ - ক - খ
কলম স্রোতে কবিরা হাবুডুবু খায়
           তবুও ভাষা খোঁজে
চুল্লীর তাজা ধোঁয়ায়,
তড়িঘড়ি ভেসে ওঠে মানবিক মুখ
তরজার আসরে
গম্ভীরার ভাসানে নদীও নর্তকী হয়।


          তবুও ছন্দ খুঁজি
শব্দে- শব্দে, বর্ণে - বর্ণে, ধর্মে - ধর্মে
      মাটি তুমি গন্ধ দাও
     দুহাতে মুঠো করে ধরি
      মুক্তির নিঃশ্বাস গড়ি
নববধূর সান্ধ্য শঙ্খে
গোধূলি হাসে
         অ - বেলার শেষে।


লেখা - ১১/০৫/২০২২
সময় - ১ টা ১০ মিনিট (রাত্রি)
স্থান - বালুরঘাট।