অ - মৃত্যু ও মুখোশ
ধীমান দাস

চতুর্দিকে অ - মৃত্যু
মুখোশ ঘামে রঙ তাপে
শুকনো ঘটে বৃথা জন্ম অনাথ চারাগাছ
বুলবুলি পাখি বাসা খোঁজে
নিরাপদে সন্তান প্রসব
অবলুপ্ত ধাইমা, সে তো চৌদোলা যাত্রী
নিজেকে সেদ্ধ করে চিতা আগুনের আলিঙ্গনে
সেখানে সেদ্ধ হয়
একমুঠো কাঁচা চাল
একটি মেটে আলু
এক শরীর সাদা কাপড়ের থান,
দূরে চন্ডাল গোগ্রাসে গেলার অপেক্ষায়
চেনা মুখের আড়ালে অচেনা আদিম প্রজাতি
এখন ঝমঝম নাবালক মৃত্যু
আসলেই কি মৃত্যু?
চতুর্দিকে অ - মৃত্যু
মুখোশ ঘামে রঙ তাপে।

লেখা - ২০/০৭/২০২২
সময় - ১০ টা ৫০ মিনিট ( সকাল)
স্থান - বালুরঘাট