কবিতা - অ-উচ্চারিত আলিঙ্গন


আঁচিলজন্মে একটি রাত জন্ম নিয়েছিল,
তোমার মৃত্যুর ওপার
একটি নিঃশ্বাসও অবৈধ অধিকার চায়
রাত এখন গাঢ়
নিঃশ্বাস বিছানায় আচ্ছন্ন
শৈল্পিক নারীর অ-উচ্চারিত আলিঙ্গন।
চিলেকোঠায় বেনামী মজলিস
পুকুরঘ্রাণে সিঁদুর ভেজা নারীজন্ম,
কবিতার কালিতে কিছু প্রাণশব্দ
এক পা, দু পা হাঁটছে,
বাইপাস বুক শূন্যতায়
অচেনা মুখোশ চোখের খোঁচায়
নেশাতুর সূর্য গোগ্রাসে লজ্জা গ্রাস করে,
এসো বিধাতা আমার ভাগ্যরেখায় বিশ্রাম করো
নীলকণ্ঠ পাপড়ির তুলতুল স্পর্শে
কিছু কিশোরী বালিকার উৎপাত
অলৌকিক স্নান দর্শনে
একটি রাতেরও মৃত্যু হয়,
অনুভূতির বলি কাঠে
বেলাশেষের সঙ্গী হয়ে
নক্ষত্র কোলাজে।


লেখা - ধীমান দাস