আগামী শূন্যতা
ধীমান দাস


ভ্যাপসা দুপুর
বয়স বাড়ার একাকীত্ব ক্রমশঃ বিবর্ণ,
আনমনা আঁকিবুকি
পুকুর জলে বুদবুদের খাঁ খাঁ বিছানা,
বাঁশবাগানে নির্জন কথা স্বাক্ষর
অব্যক্ত গোধূলি আলাপন,
দাউদাউ প্রতিবাদের শুকনো কন্ঠ
প্রায় বিলুপ্ত
দীর্ঘনিশ্বাসের ধূ ধূ পথ
কলা পাতায় এঁটোভাতের দুখ জাগানিয়া গল্প।
দেউলিয়া সমাজ
একটি নির্ভীক কন্ঠ চাই
বলিষ্ঠ হাত চাই
সাম্যের দশভূজা
যে বলে উঠবে
সাধের সমাজ ' তোর কাপড় কোথায়? '


' মায়ের দেওয়া মোটা কাপড়...


লেখা - ০২/০৪/২০২২
স্থান - বালুরঘাট