অগোছালো ডায়েরী


ধীমান দাস


ডায়েরীর পাতায় অগোছালো প্রেম,
নিশ্চুপ, একমুঠো সিগারেটের ধোঁয়ার
ভ্যাপসা চিৎকার।
একাকীত্বের ধূসর কানে বিরবির করে বলে
আবছা বসন্ত,
টগবগে পলাশেরঅথৈ সর্বনাশ,
উপচে পড়া ছৌনাচ।
প্রেমের অকাল পদধ্বনিতে,
মরিচা ধরা যৌবনের
ইতি টানে,
তাজমহলের বোবা কান্না।
অগোছালো ব্যাথাগুলো বাসা বাঁধে
নুইয়ে পড়া লেবু গাছটার,
বিষাক্ত বোলতার হুলে।


বালুরঘাট