তোমার উন্মুক্ত আকাশের প্রখর রৌদ্রে,
বিরহ পাখি হয়ে
হাঁটবো সরু সাঁকোর গা বেয়ে,
দুপুর চিত্রনাট্যে নিঃশব্দ ইছামতী বুদবুদ
ঘোলাটে চশমায় অম্লান ক্লান্তি
প্রসাদী শান্তির আত্ম তৃপ্তি,
প্রার্থনারত দুটি জ্বলজ্বলে হাত
নিষ্ঠুর জাল বিন্যাস অহরহ মৃত্যু ঢেকুর,
ঘাম বৃষ্টিতে নিঃসঙ্গ অস্তিত্ব
বাষ্প লতায় ঝিমোনো ময়ূরী নৃত্য
দুপুর গড়িয়ে লাস্যময়ী বিকেল
ফেসবুক স্টোরিতে চমকের পর চমক,
নকল প্রলেপের ঘুপঘাপ আনাগোনা
তুলতুলে সজনে ফুলে সাজানো অক্ষর লাবণ্য,
সমাপ্তি পর্বে কোকিলের কুহু কুহু বেদনা লগ্ন
গোধূলির রক্তিম চাঁদ, মনের গাঢ়ত্বে
অজানা চোরাবালিতে বর্ণ সেলাইয়ে রাত প্রহরী
আমার কবিতানারী।


কবিতা - আমার কবিতানারী
           ধীমান দাস
           লেখা - ১৩/০৩/২০২২