অনুভূতির কাঁটা


ঘুমিয়ে পড়েছি মৃত্যুর কাছাকাছি,
মুখ ঢেকেছি তোমার ম্যাড়মেড়ে রঙের আঁচলে,
ছুঁয়ে দেবো সন্ধ্যা মালতী ফুল হয়ে ।
তুমি সবসময় ম্যাড়মেড়ে বেগুনী রঙের শাড়িতে, আমার চোখকে স্পর্শ করতে,
আমি চেয়েছিলাম একটি বার নীলের গভীরে তোমাকে দেখতে, কপালে নীল চাঁদ, হাতে নীল চুড়ির মেলা,
কিন্তু উগ্র রঙ তোমার যে বড্ড অপছন্দের, তবুও আশায় ছিলাম, দেখবো তোমায় নীলনদের জোয়ারে।
অবশেষে দেখলাম একদিন,
লাল রঙের রক্তিম আভায়,
মাথায় লাল সিঁদূরের হাতছানি,
কপালে নীল নয় লাল টিপ আড় চোখে তাকিয়ে আমার দিকে,
হাতে লাল চুড়ির খিলখিল প্রতিধ্বনি, আর শরীরে
লাল শাড়ির নাগপাশ,
এক অনাকাঙ্ক্ষিত রূপ তোমার ,
আমার হৃদপিন্ডে জমাট বেঁধে রইল ।
অক্সিজেন গুলো ও ধীরে ধীরে জমতে শুরু করলো ,
আমার অপেক্ষার শূন্যস্থানে।
দেখো একবার,
ঘুমিয়ে পড়েছি আমি মৃত্যুর কাছাকাছি।


ধীমান দাস
বালুরঘাট