অনূঢ়া
ধীমান দাস ধ্রুব


জলের বুঁদে সুপ্ত কবিতা ভ্রুণ, আলো ছু্ঁই ছুঁই
কঙ্কালছাপ বর্ণমালা পুনরায় মন্বন্তর আঁকে
সম্মুখে অপুষ্টির শতনাম
তুমি অর্ধেক ঈশ্বর অর্ধেক আত্মতুষ্টি
আমি ঠাঁই দাঁড়িয়ে নিমছায়ায়
অনুর্বর প্রেমিকা আমার প্রত্যয়ী নিশিপ্রেম
তুমি ফিরবে না জানি
গত রাতে একটি নদী থেমে গিয়েছে
একটি যুদ্ধও  
তুমি আকাশ হতে পারো
তাহলে ওই পিরামিডটা তোমায় ছুঁতে পারবে না
এবার চোখ খুলে নিঃশ্বাস নেব
উন্মুক্ত বৃষ্টি আনবো তোমার শহরের জনপদে
একমুঠো জোনাকি ধরবো শতাব্দী পরে
অদৃশ্য হেমন্তে তোমায় ফিরতে হবে
সান্ধ্য পাখির সাথে
এক টুকরো ভূখণ্ড- এ জেগে থেকো লগ্নভ্রষ্টা


বৃত্ত ও জ্যা - এর মাঝে যে শূন্য সেতু
সেখানে এক অনূঢ়ার প্রত্যাবর্তন
এবার ঘুমিও নিশ্চিন্তে আমার জীবনমুখী কবিতার শেষ পঙতিতে।


লেখা - ০৩/০১/২০২৩
সময় - ৮ টা ১০ মিনিট ( সন্ধ্যা)
স্থান - বালুরঘাট।