তুমি অনন্ত নীল আকাশে শান্তির নীল টিপ
তুমি আত্রেয়ী কন্যা,
অন্তরের গভীরে তোমার উজ্জ্বল অবস্থান
এক রঙ তুলির পূর্ণিমা চাঁদ।
পৃথিবীর বিশালতায় তুমি চেনা ও অচেনা শিশু মুখ
তবুও যেখানে যাই
নাড়ীআঁকড়ে ধরে তোমার মাটি
ছুটে আসি তোমার আঁচল ছায়ার স্পর্শে
কখনো সাইকেলে কখনও বা হেঁটে,
তোমার সংস্কৃতির গভীরে ভোর স্নানে ডুব দিই
বাউল মাঝির নৌকা সঙ্গীতে,
ছট পুজোর প্রদীপ সজ্জায়,
দুর্গাপূজার শিউলি সুবাসে,
আচ্ছন্ন হই প্রতি মুহূর্তে।
তুমি কখনো প্রতিবাদী বিপ্লব
আবার কবিতা, নাটকের ভৈরবী রাগ,
তোমার ছোট্ট গন্ডিতে তুমিই শ্রেষ্ঠ।
প্রতিযোগিতার বাজারে তোমার আভিজাত্য অমরগাঁথা
তোমার সূর্যমাখা হাতে চোখদুটো রাখতে চাই সর্বদা
আমার অন্তিম সংস্কারে ও জেগে থেকো তুমি,
কাশফুল শরীরে
আত্রেয়ী কন্যা বালুরঘাট।


লেখা - ৭/২/২০২২্
সময় - রাত্রি-১০টা১৮মিনিট
স্থান - বালুরঘাট।