বাস্তবতার কোলাজে
ধীমান দাস


অবেলার রোদেলা স্রোতে ছোটো ছোটো মৃত্যুর বেঁচে থাকা।
নীলচে আঁচড়ের বৃষ্টিত্তাপে গলছে মরুজন্ম মানচিত্র।
ঘুম গুলো হাঁটতে হাঁটতে আজ ক্লান্ত উদ্যানে সজ্জিত।
সেই প্রতীকি শকুন অপেক্ষায় বাস্তবতার কোলাজে।
মৃত্যু কামড় জীবিত হাঁড়গুলির নাভিস্পর্শে।
শিশুটির চক্রবূহ্য যন্ত্রনা।
ঠোঁটে সারি সারি রেস্তোরাঁর বিজ্ঞাপন।
মাটি জ্বলছে চাপা আগুন চিতায়।
সাদা কাগজে কাঁদে দুর্ভিক্ষের নটরাজ।
অবেলার বেলায় শেষ হাতছানি।
শ্মশান ডুকরে ডুকরে কেঁদে ওঠে।
আচ্ছা তুমি ও হয়তো কেঁদেছিলে সেদিন।
যেদিন তুমি এসেছিলে ভ্রুণ হয়ে ক্ষুধার্ত মাটি গর্ভে।
ছেঁড়া এসরাজের বেদনা সুরে।
আমার নীরব ঈশ্বর..........!


লেখা - ০৪/০১/২০২২
         বালুরঘাট