বে নী আ স হ ক লা


ধীমান দাস


চোখ বুজে চেয়েছি বিলীন মেঘ বালিশের তৃপ্তি
ভিজিয়ে দেবে দুটি আগুন চোখের উত্তাপ
শান্ত পাহাড়ের আঁতুড় কোলে
অলীক সুখ জড়ানো জীবন কবিতা।


লাল আভায় সূর্যের স্তুতিপাঠ ঈশ্বর বন্দনায়
আজ আর ঈশ্বর খুঁজি না
খুঁজি পাগলের প্রলাপ
আজ আর রঙ খুঁজি না
খুঁজি মুখোশের ছদ্ম আলাপ।


উদাসিনী প্রেমিকা আঁচল চিঠি লেখে
আমার কাঁধ অবধি।
হঠাৎ কান্নার এক দোদুল্যমান শব্দ ছুটে চলে
নশ্বর দেহের ক্লান্তি শেষে
মুক্তি
অনন্ত মুক্তি
নতুন জীবন উপলব্ধি
নতুন প্রেমে উত্তাল ভেজা সময়ের জলছবি,
কপাল থেকে কন্ঠ
সৃষ্টির আদি সীমানায় সাতরঙা রামধনুর রঙিন স্পর্শ।


ঝরাপাতায় এক অন্য গল্প জন্ম নেয়
এক বারান্দা ভালোবাসার গল্প
মুড়ি চিবানোর বিলাপ গল্প,
মাটির কলসী জলে অন্য এক জগৎ, লুকোচুরি খেলে
আনন্দ নব আত্ম রসদ
ভেসে চলে সর্বদা
নির্বাক ঘড়ির কাঁটা
আজ আর শব্দ খুঁজি না
আজ হতাশ হই না!


লেখা - ২৯/০৩/২০২২
রাত্রি  - ১২ টা ৩৩ মিনিট
স্থান - বালুরঘাট