বেরঙিন রঙ
              ধীমান দাস ধ্রুব


ম্যাড়মেড়ে একটা দিন ঢলে পড়ল
বেরঙিন শাড়ির আঁচলে,
শরীরের লবণাক্ত ঘামগুলো খুঁটে খুঁটে খেয়েছে শাড়ির রঙ,
রোজ শুঁয়োপোকা মুখের তালুতে যন্ত্রনা দেয়
পূর্ণাঙ্গ রূপ হয়তো ঘাটশ্রাদ্ধে দহন
নিরুপায় শব্দগুলো ভবিষ্যতের কারিগর খোঁজে
পতিতার খিদের কপাল চুঁইয়ে পড়ে চাঁদছায়া
আলো নিভিয়ে অন্ধকার মেখে নাও
ভাসানের গান জন্ম নেবে আলজিভে।


আমি, একরাত নিঃশব্দ কাঠপোকা
লন্ঠনটা জ্বলছে মিটমিট জলছবি
                 মায়ের ঘুমাচ্ছন্ন চোখে,


                বেরঙিন শাড়ির রঙ খুঁজতে...


লেখা - ০৭/১০/২০২২
সময় - ১ টা ( রাত্রি)
স্থান - বালুরঘাট