বেলাশেষে


ধীমান দাস


বেলাশেষে ছুঁয়েছিলাম মৃত্যুকে
হরিতকী গাছের হৃৎপিন্ডটায়
এখনো লেখা
দূরত্বের দীর্ঘশ্বাস।
ওই দেখো আড়ষ্ট হয়ে বসে
আমার পরজন্ম
সভ্যতার রুগ্ন জীবাশ্ম,
শুধুই কালোপর্দার সাহেব, বিবি, গোলাম।
সেদিন ছুঁয়েছিলাম মৃত্যুকে
আমার মুঠোহাতের রেখাগুলো
কোকিল সুরে বলে -
এক মহাকাব্যিক জৌলুস।
যেখানে ভেসে ওঠে এক জ্বলন্ত চিতা,
সাদাকালো ফটোফ্রেমে ঝলসানো
এক জীবন্ত সীতা।


৯/১০/২০২১
বালুরঘাট