ধুঁকে ধুঁকে চলছে গোরুর গাড়ির জীবাশ্ম
ঘরের চালে উঁকি মারে নির্লজ্জ জোনাকিরা,
ছেঁড়া আঁচলে বাঁধা একমুঠো খাঁটি ভালোবাসা।
তেলে ভাজার গন্ধে ঝপাৎ করে লাফ দেয় জীহ্বা
পুকুরের জলে বন্দী চাঁদ, নেশায় টলমল করে,
অকাল বৃষ্টির দুরন্তপনা বড়ই বেমানান,
হেডফোনের প্রেমে ব্যস্ত সময়...


লেখা - আমার প্রথম কাব্যগ্রন্থ ' স্বপ্ন ও শূন্যতা ' থেকে।
সাল - ২০২০
স্থান - বালুরঘাট।