ভালোবাসবো বলে
ধীমান দাস


ভালোবাসবো বলে
যেদিন দেখেছি তোমায়...


তোমার সবুজ বেনারসীর বুনোনে
প্রকৃতি হয়ে
জীবনানন্দ প্রাণের কথা বলে
সবুজ ঝর্ণা পাহাড়ের চোখে প্রেম খোঁজে,
আমি বড্ড এলোমেলো
পুরানো ট্রামের গায়ে রঙচটা ছবি
ভাঙ্গা ইঁটের দেওয়ালে উদ্ভিদ পরজীবী
যখন নিঃশ্বাস শান্ত হয়ে এলো
সামনে দেখি
সবুজ জ্যোৎস্না অলংকারে
এ কোন্ বঙ্গনারী।


সে ছিল ক্ষণিকের প্রথম দেখা
হয়তো তুমি...
আমার বন্ধ ঘরের পেনসিল স্কেচ
                কাল্পনিক প্রেম


                  পৃথ্বীমিতা।


লেখা - ০৮/০৭/২০২২
সময় - ৪ টা ৩১ মিনিট (বিকেল)
স্থান - বালুরঘাট