কাকভোরে ভিজিও না মেঘবালিশ
স্বপ্ন দেখো
অনাদিকাল ধরে
যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে
প্রথম নিষ্পাপ
সাদা ধবধবে চুমু দিয়েছিলে
পৃথিবীর ঠোঁটে ,


স্বপ্ন দেখো প্রেমের
যে প্রেম শেখাবে সরল ভক্তিবোধ
আসবে সেদিন
ভোর মন্ত্রে বিলীন হওয়ার গল্প
বিধাতা নয়
মানব মানবীর স্বপ্ন কথার লিপিকরণ
জনমানব শূন্য হৃদয়
দুঃখ চেপে ধরে নিজ অস্তিত্বে
দুহাত জড়িয়ে
খড়িমাটি ভেজানো জল
স্নান করো এসে
পূজারিণী বেশে।


কবিতা - ভোর স্বপ্ন
লেখা - ধীমান দাস
তারিখ - ২৭/০৪/২০২২
সময় - ১২ টা ০৫ মিনিট (রাত)