বিস্ময় পথিক
ধীমান দাস


দুটি নগ্ন হাতে ছুঁয়েছি
পৃথিবীর আর্দ্র ঠোঁট, নজরুল সঙ্গীত আলাপন
কোনো এক পটচিত্রে
নক্ষত্র সময়ে
নখের আঁচড়ে জীবিত হয়
ম্রিয়মান প্রেমিকা লাবণ্য,
অজানা নাবিক পথে।
পেয়ারা ফুলে কী এক বিস্ময়!
বেগুনী সারস-সারসী সুগন্ধ খোঁজে
জীবন বিভীষিকায়
ইচ্ছে হয় কচুরিপানা হতে আত্রেয়ীর জলবুকে
আচ্ছা তুমি কি শুঁয়োপোকা হবে?
সুড়সুড়ি দেবে স্বপ্নশরীর কল্পলোকে
সংক্রান্তির ছাতু কলায় দুখিনী মায়ের হাত
গাছগুলো আজকাল মানুষের মতো বোঝে
বাঁচতে চায় না আর,
মাটির মাটিত্ব ঢাকা পড়েছে নামাবলী আস্তরণ,
কিন্তু মাটি যে বড়ো প্রিয়
খুঁজতে খুঁজতে সব হারিয়েছে
নদী, মাটি, গাছ, ভালোবাসা
আজ নিজেকেও খুঁজে পায়না
নন্দিনী কিংবা লাবণ্যের ভালোবাসায়
মেঠোপথে ধুলো মাখে, প্রেম গড়ে
প্রবাহমান বেদনা
বিশুপাগল...


লেখা - ২২/০৫/২০২২
সময় - ৮ টা ৪১ মিনিট (সকাল)
স্থান - বালুরঘাট।