বদলে যাওয়া পৃথিবী
ধীমান দাস


অতীতের মুখোমুখি
প্রান্তিক সীমানায় দুপুরের লম্বা ছায়া
দুটি বিপরীত মুখী
অজানা গন্তব্য,
সুখ অ-সুখের জীবন ধারাপাত
আজ সঙ্গহীন মন্দির চৌকাঠ
ঈশ্বর আঙুলে আগুনের দাবানল
পাখির কান্নায় বৃষ্টি নামে
শঙ্খ লগ্নে।


একফোঁটা জল বারবার তুলতে চেয়েছি
পোড়া আঙুলের ধোঁয়াটে দেহে
তুমি কোথায়?
আমার পৃথিবী
বেলের সরবতে গা ভিজিয়ে
অলস চোখে
ঘুমিয়ে আছো
কোনো এক ছায়াপুঞ্জে,
তুমি আজ জীবনানন্দের শান্ত প্রকৃতি সুখ
তৃপ্ত ঋতু পরিবর্তনে মেতেছো।


তবুও চৈত্র জ্বলে
আঙুল জ্বলে
আর প্রেম , না থাক কিছু অব্যক্ত
এ প্রার্থনা আজ নীরব সাক্ষী
সম্মুখে আমার বদলে যাওয়া পৃথিবী।


লেখা - ০৪/০৪/২০২২
সময় - ৩টা ৩০ মিনিট (দুপুর)
স্থান - বালুরঘাট।