বৈশাখ তুমি
ধীমান দাস


পূর্ণতার স্নিগ্ধ সকাল একরাশ
বাঙালিয়ানার স্বাচ্ছন্দ্য প্রকাশ
প্রস্ফুটিত মন
নববর্ষের আগমন।


আজ দুঃখ কষ্টগুলো আড়ালে থাক
চাঁদও কলঙ্ক মুক্ত হোক
নতুন দিনে নতুন আশা
ছড়িয়ে পড়ুক
দহন চোখের কোণায় কোণায়।


বৈরাগীর টুঙ্  টুঙৃ শব্দে
ভেজা সাধিকা চলেছে নতুনের আহ্বানে
স্বস্তিক নকশায় আনন্দধারা প্রবাহমান,
আকাশকে আহ্বান করি নতুন ছন্দে
নেমে এসো প্রার্থনারত আকাঙ্ক্ষার দুটি হাতে।


উলুধ্বনি ঘটপুজোয়
মঙ্গলময় জ্বলে উঠুক সিঁদুর ফোঁটার প্রাণে
বিদায় নিক অন্ধকার
বিদায় নিক অকাল মৃত্যুর প্রহার।


বৈশাখ তুমি রবীন্দ্র পদার্পণ
তোমাতেই করি আত্মসমর্পণ।


লেখা - ০৫/০৪/২০২২
বাংলা তারিখ - ১ লা বৈশাখ ১৪২৯
সময় - ২ টা ০৮ মিনিট (দুপুর)
স্থান - বালুরঘাট