চেনা সুখ ছিল দুটি


হেঁটেছিলাম বহুযুগ ধরে, আত্রেয়ী জ্যোৎস্নার পলকে
চেনা মুখ ছিল দুটি
উপরে নীল আকাশ নীচে সবুজ ক্ষেত
চেনা সুখ ছিল দুটি
দুটি সুখ পায়রার ভালোবাসার গল্প
তোমার কাব্যিক মনের নিটোল ছোঁয়ায়,
ভাবলাম
একদিন
সুখ গল্প গুলোকে জীবদান মন্ত্রে উজ্জীবিত করি,
আবেগী কুয়াশা গুলোকে বলেছি
বিষোত্তাপে জড়িও না কলম ভাষার জন্ম কে।
বন্ধু
প্রেম
ভালোবাসা
অনাবিল আনন্দ কে দুটি সূর্যমুখী চোখে দেখেছি
সুগন্ধ ছড়িয়ে দিতে
দুটি ঠোঁটের মাঝে লুকিয়ে থাকতো অ-উচ্চারিত কিছু শব্দ কান্না
শীতের বিকেলে উড়তে নানা রঙের উষ্ণ ঘাসফুল হয়ে
নিস্তব্ধ পুকুরের সা-রে-গা-মা-পা স্বরলিপিতে,
বৈরাগ্য সাধনার শুক্লপর্ব
ভালোবাসা
প্রেম
বন্ধু
দিয়েছিলাম হাত বাড়িয়ে ঘুম ঘুম বাতাসের নাভিশ্বাসে,
বুকের সোঁ সোঁ শব্দ টা ফিরে আসে আজও শুনি,
বহুযুগ ধরে
আত্রেয়ী জ্যোৎস্নার পলকে
আমি আর আমি...............।


ধীমান দাস
  বালুরঘাট