গভীর রাতের ক্যানভাস চিত্রপট
পেঁচা ডাকে বিভোর স্বপ্নকথার শিরোনাম
লালামাখানো জিহ্বায় রসালো অনুভূতি যন্ত্রণা,
উগরে আসে জানালায় হাত রাখা একাকীত্ব ।


রাত থেমে
ঘনঘন নিঃশ্বাস দরজার চৌকাঠে,
খবরের কাগজের ঠোঙায় বন্দী
কিছু প্রশ্ন চারার কৌতূহল,
নিখোঁজ অনুভূতিগুলো আলপিন আগায় ডগমগ করে
নাভিছোঁয়া হাতে ধৈর্য্য বীজ উৎপন্ন করি,
দরজার ওপারে রাতের বিদায়
চোখ তখন ও স্থির
সামনে মুক্ত কবিতার অনাকাঙ্খিত আহ্বান
বিশ্বাসগুলো একটু একটু করে অনুতাপ চিতায় দাহ্য
তারপরও অবচেতন মনের ভ্রুণজন্ম পথচলা
সহজিয়া একতারায় অনাবিল আনন্দের নব স্বাদ
বৌদ্ধ নির্বাণে,
মুক্তির আলোয় জ্বলজ্বল
পেঁচাটির অপেক্ষারত দুই চোখ,


জ্বলতে থাকা রাতের ছায়াশরীর।


কবিতা - ছায়াশরীর
লেখা -  ধীমান দাস
০৫/০৩/২০২২
রাত - ১০.৫০ মিনিট
বালুরঘাট