দেখো নীরবে খুঁজে
ধীমান দাস


দেখো নীরবে খুঁজে একফালি ঘুম, জেগে রয় ফুটপাত
বোবা লাশকাটা ঘর শান্ত পুকুর, কান্নাবোনে মধ্যরাত
অবোধ বালক শিশুদের চিৎকারে নিজেকে খোঁজে
পুরানো পথ টা সরু গলি পথ, ক্ষয়ে যাওয়া অতীত
এ কোন্ পথ!
সামনে কাদা মাখানো পায়ের ছাপ আকাশের দিকে চলেছে
সাক্ষী সাদামাটা জারুল গাছ
কথা বলেনা ধূলোপথ, অচেনা চোখ দুটো নিঃসঙ্গ
নিঃশব্দ সিগারেটের টুকরো টুকরো মৃত্যু...
কিন্তু মৃত্যু নেই তোমার- আমার, অতীত কিংবা ভবিষ্যতের,
দুপুরের আলসেমিতে গা মোচড় দিয়ে জীবনের নতুন স্বাদ
ঘুম আসে বারবার
বুক পকেট কথা বলে, নবাবী ঢঙে, কচকচিয়ে
রাশিফলে বিধাতাও সন্তুষ্ট, রাশিহীন সর্বহারা
চোখ দুটো পরিচিত হোক, গভীরতা খুঁজে পাক
নেশাগ্রস্ত মোমবাতির আলোয় শরীর ক্রমশঃ নীলাভ
ছায়াপথে পূর্বপুরুষদের যাতায়াত


এবার নিজেকে খুঁজি
আলপথে চেনা আঙুল ধরে
ভিটেমাটি ছেড়ে
' রূপসী বাংলা 'র পথ বেয়ে...


লেখা - ১৭/০৬/২০২২
সময় - ১২টা ৩০ মিনিট (রাত্রি)
স্থান - বালুরঘাট