ঢেউয়ের খেলা
ধীমান দাস


সেদিন চৈত্র মাস
তাপ প্রবাহের ঢেউ আছড়ে পড়ছে
শূন্য এ মনে
শুধুই কি অগ্নিপরীক্ষা
নাকি গোলাপের স্পর্শ
বালিশ থেকে বেরিয়ে আসছে নোনতা জল
এ কি শব্দহীন কান্না?
না প্রখরতার প্রলেপ
মনে পড়ে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন
একটু হিমেল বাতাস আর
নিষ্পাপ শৈশব।


স্থান - বালুরঘাট