দ্বিপ্রহরের শীতল ছোঁয়ায়



দ্বিপ্রহরের শীতল ছোঁয়ায় নতুন মাটির উঠোনে
শঙ্খচিল , সবুজের আলপনা
ঘুঙুরে মোড়ানো ভালোবাসায় নবান্ন দেশে
বনলতা সেন প্রেম প্রতিচ্ছবি
ইতিহাস নিঃসঙ্গতায় ধান সিঁড়িটির তীরে,, ভোরের দোয়েল পাখিটি
আজ পিপাসায় কাতর
ঠোঁটে দাগ কেটে যায় রূপসী বাংলার অপরূপ আত্মাবন
নির্জনতার শান্তিতে ঘুমাতে চাই
তোমার কবিতা কোলে
নির্জন দ্বীপে
বহু জন্মের পর ও আজ আমি
সর্ষেক্ষেতের নিষ্পলক ফুলেবোবা কিশোরীর আত্মকথা
মধুহীন মৌমাছি যন্ত্রনা
হে কবি দ্বার খোলো
জন্ম নেব আবার
তোমার কবিতা গর্ভে
যেখানে থাকবে জীবন বোধ, মনুষত্ব্যের সাইক্লোন উৎস
হাঁসগুলো ভেসে চলে আলো অন্ধকারের সন্ধিক্ষণে
" হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়।" " সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। "
তুমি দাঁড়িয়ে জীবন নির্যাসের শেষ
করুণ ঘ্রাণে
মৃত্যু চেতনায় হাসে মহানগরী
ট্রামের বাতি টিমটিম করে জ্বলে
শহর জুড়ে অপেক্ষার মেলা
এদিক ওদিক রাস্তা হাঁটে
রাজপথের কংক্রিটে রাজনায়কের মৃত্যু।


মুক্তির আনন্দ সত্যের জীবনানন্দ।


ধীমান দাস
বালুরঘাট