একটি স্বর্গ আঁকি
ধীমান দাস


ইদানিং ভাঙতে ভাঙতে একা
অবশিষ্ট বিকেল
মধ্যরাতের কোলে পৃথিবী নির্ঘুম
পিঁপড়েরা খুব সচেতন
দুশো টর্চ লাইটের আলো ভাঙাচোরা কলরব
তুলতুলে মাটির বুদবুদে রাতচরা জন্মপ্রলাপ
সভ্যতাও বেলাশেষে।


রোজ রোজ মরু উত্তাপে জীবন সেঁকি
আকাশের মহাশূন্যে বারুদের মানচিত্র
জীবন তুচ্ছ ন্যাপথ্যালিনে সতেজ
যদি ফিরে পেতাম ইতিহাস
অহিংসা- প্রেম - শান্তি
আর একটি স্বর্গ ...


      


লেখা - ১১/০৯/২০২২
সময়- ১১ টা ৫০ মিনিট ( রাত্রি)
স্থান - বালুরঘাট