এসো না তবুও ফিরে


        ধীমান দাস


তামাটে গাছের ভাবনাচোখ
কালো ক্যানভাস
সেদিন চৈত্রমাস,
ফুলস্টপ নেই
পুরোটাই শূন্যস্থান
তুলির যাদু ছোঁয় শরীর শিহরণ জ্যোৎস্না কল্পে,
মাটির রঙিন বাসস্থান
খসে পড়া সিগারেট
অবৈধ দূর্বা ঘাস।
অহরহ মৃত্যু ছোঁয় পঞ্চেন্দ্রিয় ।


চেতনায় রবির মৃত্যু
অনুভবে কবির মৃত্যু
যদিও বাঁচি তোমায় ঘিরে
এসো না তবুও ফিরে
শূন্য এ প্রকৃতি তীরে
মৃত মানুষের ভিড়ে   ।।


লেখা -  ২৫ শে বৈশাখ ( রাত্রি),
           ২০২২ ,
স্থান - বালুরঘাট