' হে মৃত্যু ' তুমি এসো
   ধীমান দাস


' হে মৃত্যু '
  তুমি এসো
  বিশ্রাম দাও
একমুঠো চাল নিয়ে দাঁড়িয়ে মা
পৃথিবীর প্রথম সন্ধ্যা থেকে,
আধপোড়া শরীরটাকে ছিঁড়ছে শকুন, অনবরত
খাদ্য সংকট প্রস্ত্ততি।


ক্ষুধা পেটে হাঁপড় ওঠানামা
ঘড়ঘড় শব্দ
কর্ম আজ কঙ্কাল
সংবাদপত্রে বিজ্ঞাপন উঁকি দেবে না
শুধু নো ভ্যাকান্সি জৌলুস,
খিচুড়ি প্রসাদে পেট ভরি।


রাস্তার মোড়ে কুমারী কান্না
সে ও দেবী মূর্তি।


গ্লাস ভর্তি বিনোদন চারিদিক
লাল, নীল, সবুজ শরীরের রঙ
চোখ দুটো কুচকুচে কালো
যবনিকার পর্দা,
মাঠ ফেটে চৌচির, বিসর্জন সন্মুখে  ।


ক্লান্ত নারী
ক্লান্ত মা।
                    ' হে মৃত্যু '
                      তুমি এসো
                      আনন্দ দাও ।


মাটি আবার পবিত্র হয়ে উঠুক
জন্মের চৌকাঠে...


লেখা - ০৫/০৯/২০২২
সময় - ১২ টা রাত্রি।
স্থান - বালুরঘাট