ঈশ্বর সমাধি
ধীমান দাস


একটা শীত ,শকুন হয়ে এসেছিল। দুর্ভিক্ষের কঙ্কাল ।
রাজ সিংহাসন কাঁকড়া মাংসস্বাদ।
দাবানলে পতিতা যন্ত্রনা। চিরুনি আঁচড়।
ঘেউ ঘেউ কান্না নাটকের শেষ দৃশ্য।
দেবালয়ে শুকোয় রক্তশরীর।
ছেঁড়া কাপড়ের স্তুপ ঈশ্বরকান্না
লঙ্কায় সীতা মুক্তি খোঁজে এখনও।
পথ পুড়ছে কালো ধোঁয়াজাল।
মুঘল বাহিনীর সাম্রাজ্যবাদ।
কিছুই কি পাওনি অভাগা দেশ।
পেয়েছো অমূল্য আতর ঘ্রাণ।
মাথার খুলিতে লেখা হরেকৃষ্ণ হরেরাম।


ঈশ্বর সমাধি
কোদাল মাটির ঝাঁঝালো চুম্বন।
নীরব ভিখারী অবহেলার প্রসাদ চিবোয় আজীবন।


তারিখ - ২৯/০৫/২০২২
সময় - ৩ টা (দুপুর)
লেখা - বালুরঘাট