যখন চোখ বুজতাম


ধীমান দাস


বহুদিন চোখে ঘুম খেলে না
গভীর ঘুম আসেনা
রাতশরীরে অলসতা আঁকতে,


যখন চোখ বুজতাম
কোনো এক সময়ের আদরে,
গাছেদের ছায়াপ্রেমে
টুনটুনি পাখিটিও ঘুমতো
নিশ্চিন্তে।


এখন নিদ্রাহীন পৃথিবী
চাল খুঁটে খুঁটে খায়
মাটির শূন্য কোল
উচ্ছৃঙ্খল বৃষ্টিপাত,


রাত জেগে জেগে
পৃথিবীও আজ রুগ্ন
দুর্ভিক্ষের জীবিত হাঁড়ের মানচিত্র।


লেখা - ২৫/০৩/২০২২
রাত - ১২ টা
বালুরঘাট