কবিতা- জন্মান্তরবাদ
             ধীমান দাস


জন্মান্তরবাদে সমুদ্র হতে চেয়েছি
নীল জলের শান্ত সমাধি,
অসীম প্রান্তে নিরিবিলি দূর্বাঘাসের
বেড়ে ওঠা
নীলকন্ঠ পথ খোঁজে ত্রিশূল হাতে, রাস্তায়
আমি ও পথ খুঁজি
বড়ো বৃষ্টির ফোঁটায়
পোড়ামাটির কৃষ্ণ গর্ভে
তোমার অভিমানী দৃষ্টির প্রতিফলনে,
আলো তরঙ্গে পোশাকি রঙের চতুরতা,
দিশাহীন বাতাসের আস্তানা যাযাবর তাঁবুতে।


একটি প্রাণ আশ্রয় চায় ছত্রাক ছায়ার চুপকথায়
ফিরতে ফিরতে অচেনা ঠিকানায়
ভাগ্য লিখি
পথ শিশুর বোবা চোখে সূর্য মাখা বালির উষ্ণ ছ্যাঁকা
দুচোখে দু - বিন্দু জলছোঁয়ার অপেক্ষা বহুকাল।
উষ্ণ প্রস্রবণ হতে চাই নি...


পঞ্চভূতে  মুক্তি সৃষ্টির আদিরূপে
অনাবিল অপার্থিব শান্তি
তোমার মরুকান্নার অনেক যুগ পর
সমুদ্র হতে চেয়েছি
গভীর
অনেক গভীর...।


লেখা - ০৭/০৪/২০২২
সময় - ১১টা ৪৫ মিনিট (রাত)
স্থান - বালুরঘাট