যে মেয়েটি দাঁড়িয়ে থাকে


যে মেয়েটি দাঁড়িয়ে থাকে
রেড লাইটের নীচে
রঙিন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি
বারবার তাকে টেনে ধরে
চাহিদার খোরাক হতে জলসা যন্ত্রনায়।


যে মেয়েটি দাঁড়িয়ে থাকে
রেড লাইটের নীচে
সে কি দেখেছিল মরূজন্মের উত্থান,
সে কি দেখেছিল সন্ধ্যা প্রদীপের লক্ষী,
সে তো নিভে যাওয়া প্রদীপের এক ধোঁয়া শরীর।


যে মেয়েটি দাঁড়িয়ে থাকে
রেড লাইটের নীচে
ধুনুচি হাতে জীবন স্বাদ পেতে
নৃত্যে গর্জে ওঠে সহমরণ শয্যা
রাস্তার বিষকণ্ঠে মুহূর্ত ফাঁদ তার অপেক্ষায়।


যে মেয়েটি দাঁড়িয়ে থাকে
রেড লাইটের নীচে
তার শরীরে লেপটে থাকা আঁচলের কলঙ্কে,
কিছু অলিখিত নিঃশব্দ আলপনা
ডুকরে ওঠে তার নিষ্প্রাণ উপাসনা।


যে মেয়েটি দাঁড়িয়ে থাকে
রেড লাইটের নীচে
চেনা সমাজ হয়ে ওঠে অচেনা স্তূপ
চেনা রাস্তা হয়ে ওঠে অচেনা মালার সূতো,
চেনা জীবন হয়ে ওঠে মরীচিকা মৃত্যুর উপসংহার।


যে মেয়েটি ........
যে মেয়েটি দাঁড়িয়ে থাকে
রেড লাইটের নীচে.....


লেখা - ধীমান দাস
          বালুরঘাট
          ১৯/০১/২০২২