কবিতা ক্যানভাসে
ধীমান দাস

এক।

রাতের ক্যানভাস নির্ঘুম শহর
জ্বলজ্বল চোখ উপোসী প্রহর।
ধূসর প্রকৃতি দিশেহারা রাস্তা
অনাহারী জীবন বড়োই সস্তা।

দুই।

এককাপ চায়ে তোমার হাতের ছোঁয়া
ছুটে চলি রোজ সাথে দখিনা হাওয়া।
তুমি শুধু তুমি নও আমার শৈল্পিক সৃষ্টি
প্রকৃতি, প্রেমিকা ও আমার শহর বৃষ্টি।

তিন।

ধোঁয়াশা রাতঘুম খুঁজি চাঁদের বিছানায়
প্রভাত সূর্য উঁকি দেয় চোখের কিনারায়।
পাখির তাজা রক্তে আকাশ সীমানা ম্লান
হাতে শঙ্খ নিয়ে প্রতিশ্রুতির নামাবলি স্নান।

লেখা - ২২/০৭/২০২২
সময় - ১২টা৪২মিনিট (রাত্রি)
স্থান - বালুরঘাট