মা ও নারী জন্মান্তরে
ধীমান দাস ধ্রুব


মা,
তুমি কল্যাণময়ী, জগৎজননী দুর্গা
শরতভোরে সূর্যমন্ত্রে আমার প্রার্থনা,
জগতের কল্যাণে
শিউলি ঘ্রাণ নিঃশ্বাস প্রশ্বাসে
সাজো সাজো রব
মাতাল কাশফুল সাজিয়ে তোলে ঝলমলে প্রকৃতির,
সারাশরীর
শঙ্খধ্বনি বেজে ওঠে পবিত্রতায় ও প্রতিবাদে,
দশভূজার আগমনে পৃথিবী জেগে উঠুক


       উদারতার   নতুন মন্ত্রে।


নারী,
আজও অসহায় সহমরণে, দাউদাউ
কুঁড়ে ঘরে বসে বাঁচার স্বপ্ন দেখে, উনানমুখে
রাস্তার গলিচোখে ক্লান্ত আর্তনাদ, অন্ধকারে কাঁদে
সীতা কিংবা দ্রৌপদী
কপাল প্রদীপ জ্বালিয়ে মশাল ধরো,
পুড়িয়ে দাও অশুভ শক্তির গনশয্যা,
রক্তিম স্নানে লাভ করো মুক্তির নবজন্ম।


জন্মান্তরে নারী, তুমিও মা সৃষ্টি থেকে...


লেখা - ০৬/০৮/২০২২
সময় - ৯ টা ৪০ মিনিট ( সকাল)
স্থান - বালুরঘাট