মানব ঈশ্বর

ধীমান দাস

সৃষ্টি সুখের উল্লাসে তুমি
লালন ও বৃষ্টিধারার মানস ঈশ্বর।

মেঘের উদারতায়
মেঘের দুনিয়ায
মেঘের ভালোবাসায়,,,,,,,,

লালনের সরলতা
বৃষ্টিধারার স্নিগ্ধতা
চেয়েছে মেঘ কে ছুঁতে।

স্বার্থপর পৃথিবীতে
মুখোশে ঢাকা সমাজে
মেঘ এক পবিত্র প্রতিচ্ছবি।

লালন তোমায় অনুপ্রাণিত
বৃষ্টিধারা তোমায় প্রতিপালিত
আঁকড়ে ধরে তোমায় প্রতিনিয়ত।

তুমি মেঘ বিশাল বিস্তার
তুমি মেঘ সহনীয়তার প্রকাশ
তুমি মেঘ সত্য ও মানবতার।

সৃষ্টি সুখের উল্লাসে
তুমিই লালন ও বৃষ্টিধারার মানব ঈশ্বর।